প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা প্রচারের লক্ষ্যে তৃণমূল আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা প্রচারের লক্ষ্যে তৃণমুল আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আড়পাড়া সরকারী প্রাথমিক মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ধানখোলা গ্রামের কৃতি সন্তান গোলাম হোসেন, তেঁতুলবাড়ীয়া গ্রামের আওয়ামীলীগ নেতা একরামুল হক প্রমুখ।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আড়পাড়া গ্রামের সামশের আলী , গাংনী পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, উজ্জল হোসেন, রিন্টু, জীবন আকবর সহ গাংনী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।