মেহেরপুরের গাংনীতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের লে-আউট কাজের উদ্বোধন
আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে গাংনী উপজেলার সাহারবাটিতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম এর নির্মাণে প্রাথমিক পর্যায়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
আজ সোমবার (৫ ডিসেম্বর ) দুপুরে প্রকল্প প্রকৌশলী ,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, এবং গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এর উপস্থিতিতে ষ্টেডিয়ামের লে আউট প্রদানের কাজ সম্পন্ন হয়। স্টেডিয়ামের নির্মাণ কাজের মধ্যে রয়েছে ভ’মি উন্নয়ন ও খেলার মাঠের উন্নয়ন সহ পাঁচ ধাপ বিশিষ্ট ৩শ’ ফুটের গ্যালারী এবং ৩ তলা বিশিষ্ট একটি প্যাভিলিয়ন ভবন । এসময় সাহারবাটি সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নূরুল হুদাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এখানে উল্লেখ্য, অচিরেই আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
আমিরুল ইসলাম অল্ডাম