৬-১ গোলে পর্তুগালের বিশাল জয়


Kbdnewsস্পোর্টস ডেস্ক  : পর্তুগাল তারকা রামোসের হ্যাট্রিকে সুইজারল্যান্ড বিরুদ্ধে ম্যাচে - গোলের বিশাল জয় পায় ক্রিস্তিয়ানো রোনালদোর দলসুইজারল্যান্ড বিরুদ্ধে রামোস প্রথম গোলটি করেন ১৭ মিনিটে, পরের গোল দুটি তিনি যথাক্রমে ৫১ ৬৭ মিনিটে করেনকাতার বিশ্বকাপে মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে নেমেছে পর্তুগাল সুইজারল্যান্ডবাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে - গোলে এগিয়ে যায় পর্তুগাল।সুইজারল্যান্ডের জালে বল দুটি পাঠান রামোস পেপে

দলের অধিনায়ক এবং আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গা হয়নি শুরুর একাদশে।হ্যাট্রিকের পর ম্যাচের ৬৮ মিনিটের সময় রামোসের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয় রোনালদোকেরোনালদোর জায়গায় সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে দলকে নেতৃত্ব দেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপেসুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তাকে প্রথম ৬৮ মিনিট বেঞ্চে রেখেছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোসচলতি মৌসুমে শুরু থেকেই মাঠে সময়টা ভালো যাচ্ছে না রোনালদোর। পারফরম্যান্সে বয়সের ছাপ স্পষ্ট। বিশ্বকাপের আগে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও শুরুর একাদশে জায়গা হারান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড
ম্যাচের ৫৮ মিনিটে এক গোল পরিশোধ করে সুইজারল্যান্ড। কর্নার থেকে সতীর্থের মাথায় লেগে বল আসে আকাঞ্জির সামনে। বাঁ পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি


Post a Comment

Previous Post Next Post