মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি রেজা সম্পাদক মাহবুব
আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনী প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গাংনী প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন ছাড়াই মনোনিত হয়। সভাপতি পদে বিজয় টিভি ও আজকের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা এবং সাধারন সম্পাদক পদে মাই টিভি ও বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুব আলম নির্বাচিত হন। অন্যান্য পদের সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে কোন প্রতিদ্বন্দ্বিতা মূলক কোন নির্বাচন হয়নি। নির্বাচনের ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মেহেরপুর প্রেস ক্লাব ও মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি সম্পাদকবৃন্দ ।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বাংলাদেশ টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি আল আমিন হোসেন ও জিটিভির জেলা প্রতিনিধি রফিকুল আলম নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন।