মেহেরপুরে আটলান্টিকা আবাসিক হোটেলে অভিযান। অসামাজিক কার্যকলাপে জড়িত নারীসহ হোটেল মালিক গ্রেফতার

 


মেহেরপুরে আটলান্টিকা আবাসিক হোটেলে অভিযান। অসামাজিক কার্যকলাপে জড়িত নারীসহ হোটেল মালিক গ্রেফতার   

স্টাফরিপোটার  ঃ মেহেরপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মেহেরপুরের ওয়াপদা  সড়কে  আটলান্টিকা আবাসিক হোটেল  ও রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার  অভিযোগে হোটেল মালিক মতিয়ার  রহমান তার ছেলে কিয়ামউদ্দীন  এবং সদর উপজেলার হিজুলীর এনামুল হকের মেয়ে সন্ধ্যা খাতুন সহ ৩ জনকে  গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল আটলান্টিকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ও ডিবির  ওসি সাইফুল ইসলামের যৌথ নেতৃত্বে হোটেল আটলান্টিকায় অভিযান চালানো হয়। এসময় হোটেল মালিক মতিয়ার রহমান তার ছেলে কিয়ামউদ্দীন এবং হিজুলীর এনামুল হকের মেয়ে সন্ধ্যা খাতুনকে আটক করে আদালতের  মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

 আটকদের বিরুদ্ধে অসামাজিক কার্য়লাপের ছবি ও ভিডিও মোবাইলে  ধারণ করে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেয়া অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। 

 



Post a Comment

Previous Post Next Post