মেহেরপুরে খুচরা সার বিক্রয়ের জেলা কমিটি গঠন

 


মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে  খুচরা সার বিক্রয়ের জেলা কমিটির গঠন করা হয়েছ্।ে শাহীন সভাপতি ও মমতাজকে সম্পাদক মনোনীত করে মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতির জেলা কমিটি ঘোষনা করা হয়েছে।

শনিবার বিকালের দিকে মেহেরপুর কাথুলী সড়কে মেহেরপুর জেলা  খুচরা সার বিক্রেতা  সমিতির সাধারন সভা শেষে সমিতির সভাপতি  ও সম্পাদকের নাম ঘোষনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে  শাহীনূল ইসলাম শাহীনকে সভাপতি ও মমতাজ উ্দ্দীন কে সাধারন সম্পাদক করা হয়।

এর আগে খাজা মঈনুদ্দীন লিটনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর শিল্প  ও বণিক সমিতির সাধারন সম্প্াদক আরিফুল এনাম বকুল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, গাংনী উপজেলা খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি তৌহিদ মুর্শেদ অতুল, সাধারন সম্পাদক আনিসুর রহমান।

  মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতির সাধারন সম্পাদক শাহীনুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,খুচরা সার বিক্রেতা ইসলামুল হক আসলাম হোসেন,  মাসুদ রানা, সোহরাব হোসেন রতন, আব্দুল বারী প্রমুখ।  


আমিরুল ইসলাম অল্ডাম



Post a Comment

Previous Post Next Post