মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার এমএইচএ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টার সময় বিদ্যালয়ের সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প-২ এর আওতায় স্কুলগামী শ্ক্ষিার্থীদের নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশ্ক্ষিণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদিলা আজহার আরশি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) আব্দুর রকিব, এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার সাব্বির আহম্মেদ, এম এইচ এ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুর রহমান প্রমুখ।
আমিরুল ইসলাম অল্ডাম
Tags:
‘মেহেরপুর