মেহেরপুরের গাংনীতে সবজি বীজ ও চারা বিতরণ অনুষ্ঠিত মেহেরপুরে সমবায়ীদের নিয়ে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

 


আমিরুল ইসলাম অল্ডাম  ঃ মেহেরপুরের গাংনীতে সমবায়ীদের নিয়ে যৌথসভা ও ই-প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে। গাংনী সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) প্রকল্প -৩য় পর্যায় (সমবায় অংশ)সমবায় অফিসের উদ্যোগে যৌথ সভা  উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টার দিকে সমবায়ীদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) প্রকল্প -৩য় পর্যায় (সমবায় অংশ), সার্বিক গ্রাম উন্নয়ন  সমবায় সমিতির সদস্যবৃন্দদের অংশগ্রহনে মাসিক ে যৌথসভা  ও  ই- প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতেই সমবায় সমিতি কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু।স্বাগত বক্তব্যে তিনি বলেন, কৃষি সমবায়, মৎস্য সমবায়, ক্ষুদ্রঋণ সমবায়, মহিলা সমবায়, পানি ব্যবস্থাপনা সমবায়সহ  উপজেলায় বিভিন্ন ক্যাটাগরীর ২০২ টি নিবন্ধনকৃত  সমবায় সমিতি  রয়েছে।এদের মধ্যে প্রাণি সম্পদের সুপারিশকৃত ৯৬ টি সমবায় সমিতি রয়েছ্।ে 

 অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু।  


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক জননেতা এম,এ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা সোহরাব আলম। 

আলোচনা অনুষ্ঠানে উপজেলা  বিভিন্ সমবায় সমিতির দেড় শতাধিক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।  



 



Post a Comment

Previous Post Next Post