ছবি ঃ আমিরুল ইসলাম অল্ডাম
মেহেরপুরে তাবলীগ জামাতের ৩ দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি
আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরে তাবলীগ জামাতের ৩ দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। মেহেরপুর সরকারী কলেজ মাঠে প্রতিবছরের ন্যায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইজতেমা আজ শনিবার আম বয়ান এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আঞ্চলিক ইজতেমা প্র্াঙ্গনে প্রায় ২০ হাজার মুসুল্লী একসাথে শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন। মেহেরপুরে স্মরণকালের সর্ববৃহত এই জুম্মার নামাজে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ইজতেমা ময়দান জুড়ে হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছিল। জেলা শহরসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মুসুল্লী এসেছিলেন জুম্মার নামাজ আদায় করতে।
জুম্মার নামাজে অংশ নেন জন প্রশাসন প্রতিমন্ত্রী মাননীয় ফরহাদ হোসেন এমপি। ইজতেমা মাঠ নিরাপত্তা চাদরে ঢাকা ছিল।
ইজতেমায় আসা মুসুল্লীরা পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির আসকর করেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা উলামায়ে কেরামগন ইজতেমার মঞ্চে বয়ান করেন। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে।