মেহেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরস্কার বিতরণ
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২০ নভেম্বর)বিকেলের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভুইয়া, লিংকন বিশ্বাস, লিউজা উল জান্নাহ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম জাহিদ হোসেন, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার প্রমুখ।
মেলায় মেহেরপুর টিটিসি ১ম , বাংলাদেশ পুলিশ ২য়, এবং মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ৩য় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় যৌথভাবে ৩য় পুরস্কার লাভ করেন।
আমিরুল ইসলাম অল্ডাম