মেহেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয় ও ডায়াবেটিস করলে নিয়ন্ত্রন থাকবে ভালো দুই নয়ন’ আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সিভিল সার্জন অফিস মিলনায়তনে মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস প্রমুখ।
একইভাবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত অফিসার ডা. জাহিদুর রহমান, মেডিকেল অফিসার আদিলা আজহার আরশি, ডা. আব্দুল্লাহ আল মারুফ, হাসপাতালের অফিস সহকারী আসাদুজ্জামান লিটনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাবৃন্দ ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারী ও মাঠকর্মীবৃন্দ।