রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

 


Kbdnewsসংস্করণ : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেনশুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে দুর্ঘটনা ঘটেখিলগাঁও থানার ওসি মো. ফারুকুল হক kbdnewsকে জানান, অজ্ঞাত একটি ট্রাক গভীর রাতে মোটরসাইলের আরোহীকে চাপা দিয়ে পালিয়ে গেছে

দুর্ঘটনাস্থলে যাওয়া খিলগাঁও থানার এসআই মো. জহিরুল ইসলাম যুগান্তরকে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মেহেদী হাসান (৩৫), জজ মিয়া (৩৫) আলামিন (২৮) নামে যুবক রামপুরায় একটি দাওয়াত খেয়ে বাসাবোতে নিজ বাসায় ফিরছিলেনএসময় বেপরো গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই যুবক প্রাণ হারানখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেনময়নাতদন্তের জন্য নিহত যুবকের লাশ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে এসআই মো. জহিরুল ইসলাম জানান

 


Post a Comment

Previous Post Next Post