Kbdnewsসংস্করণ : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল হক kbdnewsকে জানান, অজ্ঞাত একটি ট্রাক গভীর রাতে মোটরসাইলের ৩ আরোহীকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
দুর্ঘটনাস্থলে যাওয়া খিলগাঁও থানার এসআই মো. জহিরুল ইসলাম যুগান্তরকে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মেহেদী হাসান (৩৫), জজ মিয়া (৩৫) ও আলামিন (২৮) নামে ৩ যুবক রামপুরায় একটি দাওয়াত খেয়ে বাসাবোতে নিজ বাসায় ফিরছিলেন।এসময় বেপরো গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ যুবক প্রাণ হারান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্তের জন্য নিহত ৩ যুবকের লাশ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে এসআই মো. জহিরুল ইসলাম জানান।