মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জান মহাম্মদ ওরফে মিন্টুর ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
আজ রবিবার দুপুরে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই রায় প্রদান করেন।
দন্ডিত জান মহাম্মদ ওরফে মিন্টু গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের আব্দুল গনির ছেলে ও উপজেলা জাতীয় পার্টির (এরশাদ গ্রুপ এর) সাধারন সম্পাদক।জানা গেছে, গাংনীর চেংগাড়া গ্রামের ঈদগাহ কমিটি গঠন নিয়ে ২০১৪ সালৈ চেংগাড়া বাজারের উপর প্রতিপক্ষ স্থানীয় আওয়ামীলীগের নেতা আব্দুল বারীর লোকজনের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে জান মহাম্মদ ওরফে মিন্টুকে ১নং আসামী করে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭২/১৪।
মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার ৫ জন আসামী জামিনে মুক্ত হলেও ৩ জন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।মামলায় ৩২৬ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১ নং আসামী মিন্টুকে ৫ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আােরা ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।
মামলায় আসামী প্েক্ষর আইনজীবী ছিলেন এ্যাড, আব্দুল মতিন ও রাস্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ্যাড, সাথি বোস মিরা ।