কোন রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নিতে পারিনা মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন শেষে-কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

 


স্টাফরিপোটার  ঃ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। ফলে কারো কাছে পদানত হওয়ার প্রশ্নই আসে না। দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেবো না। 

গতকাল বুধবার সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬-এ সুস্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।  জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন। সে ক্ষেত্রে কোন রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নিতে পারিনা । বিএনপিও নির্বাচনে আসবে। তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে, তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। আব্দুর রাজ্জাক বলেন, সার, জ্বালানি ও আমদানি খাতে সরকারকে প্রচুর পরিমাণে ডলার ভর্তূকি দেওয়া লাগছে। ফলে দেশে ডলার সংকট আছে সত্যি। তারপরও দেশে খাদ্য সংকট হবে না। খাদ্য মজুদ রয়েছে পর্যাপ্ত। আমন ধানের সরকারি দর নিয়ে কৃষিমন্ত্রী বলেন, আমনে কৃষকের উৎপাদন খরচ কম। তাই ২৮ টাকা দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে আমন ধানে কৃষকের এবার লোকসান হবে না। এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকসহ কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং সরকারী অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপি কৃষি মেলা ও কৃষি  মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।

মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি,মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ।




গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার


 মেহেরপুর জেলা  প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামের এক শিক্ষকের বাড়ির গেট থেকে লাল কস্টেপ দিয়ে মোড়ানো ১টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার  সকাল ৮টার দিকে শালদহ গ্রামের বাসিন্দা ও এএসআরবি (শালদহ) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিনারুল ইসলামের বাড়ির গেট থেকে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে।


রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) সারগিদুল ইসলাম জানান,বুধবার ভোরের দিকে স্থানীয় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জিনারুল ইসলামের বাড়ির গেটের সামনে বোমার আকৃতি বস্তুটি দেখতে পায়। পরে হেমায়েতপুর  ক্যাম্পের পুলিশ খবর পাওয়ার পর সেটি উদ্ধার করে নিয়ে যায়। কি কারণে এটি রেখে গেছে, তা কেউ বুঝতে পারছেনা। তবে ধারণা করা হচ্ছে,জিনারুল মাস্টারকে হুমকি দিতে হয়তো কোন সন্ত্রাসী চক্র এটি রেখে যেতে পারে।


আমিরুল ইসলাম অল্ডাম

মেহেরপুর

তাং-১৬-১১-২২ ইং

মোবাঃ ০১৭১৭-০০৮৩৫৫


Post a Comment

Previous Post Next Post