মেহেরপুরের বামন্দী বাজার থেকে সাবধান! কিশোর গ্যাং চিরকুট লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরের বামন্দী বাজার থেকে সাবধান! কিশোর গ্যাং চিরকুট লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার


স্টাফরিপোটার  ঃমেহেরপুর জেলার গাংনী উপজেলার বাণিজ্যিক নগরীখ্যাত বামন্দী বাজারের দোকানের সামনে থেকে সাবধান! কিশোর গ্যাং চিরকুট লেখা  বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। লাল কসটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি বামন্দী বাজারের নাসিম ফল ভান্ডারের সামনে থেকে উদ্ধার করেছে পুলিশ ।

 আজ সোমবার সকালের দিকে স্থানীয়দের খবর পেয়ে বোমাটি বালতির পানিতে চুবিয়ে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা। 

বোমাটির গায়ে সাবধান! কিশোর গ্যাং লেখা  এবং চাদা দাবি করে আরও একটি  চিরকুট ফেলে রেখে যায়। বোমাটি উদ্ধারের পর   বাজারের সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় যে, রাত ১২ টার দিকে জনৈক ব্যাক্তি নীল রংয়ের পোশাক ওগলায় মাফলার জড়ানো অবস্থায় বোটি রেখে যায়।  

এব্যাপারে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইসরাফিল জানান, সকালে ফলের মালিক দোকান খুলতে গেলে তার চোখে পড়ে। পরে খবর পেয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয় এবং চিরকুটিও জব্দ করা হয়। 



 

Post a Comment

Previous Post Next Post