মেহেরপুর জেলা প্রতিনিধি মেহেরপুরের ঃ গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদি গ্রামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে তামিম রেজা(২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবক তামিম করমদি পশ্চিম পাড়ার নাসিরউদ্দীনের ছেলে। তামিম স্থানীয় করমদি কলেজের ছাত্র্।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতে গিয়ে তামিমের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, তামিম ব্যাডমিন্টন খেলতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। তাকে সাথে সাথে উদআর করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে বলে ডাক্তার জানিয়েছে।
গাংনী থানার ওসি আব্দু রাজ্জাক জানান, আমি খোজ খবর নিয়েছি। পরে তামিম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেরপুরের গাংনীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে যুবকের মৃত্যু
byKbdnews
•
0