জেলা প্রতিনিধি ঃ মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে সদর উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে ডিজিটাল মেলার উদ্বোধন করেন । সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলঅ আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। দিনব্যাপী ডিজিটাল মেলায় ২৩ টি স্টল স্থান পেয়েছে।
একইভাবে মেহেরপুরে গাংনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (৯ নভেম্বর) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরীর মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। প্রযুক্তিগত নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে সহজ ও সমৃদ্ধ কারার লক্ষ্যে দেশব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও অলিম্পিয়াডের উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার সকাল ১০ টার সময় গাংনী অডিটোরিয়ামের পার্শ্বে আয়োজিত মেলায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, মেহেরপুর -২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডিজিটাল উদ্ভাবনীর মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে রোল মডেল হয়েছে। ডিজিটাল সেবা বর্তমানে শিক্ষা থেকে সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। কোন কোন ক্ষেত্রে ডিজিটাল সেবা বিশেষ করে যুব সমাজের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারপরেও ডিজিটাল উদ্ভাবনীর মাধ্যমে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
উদ্বোধনী শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান সকলকে সাথে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা সমাজ সেবা অফিসার আরসাদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, উপজেলা মৎস্য অফিসার খোন্দকার সহিদুর রহমান,উপজেলা শ্ক্ষিা অফিসার (ভারপ্রাপ্ত) শাহজাহান রেজা, উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুন, সোনালী ব্যাংক , উপজেলা পরিষদ শাখা গাংনী এর শাখা ব্যবস্থাপক আবুল হাশেম, গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার প্রমুখ।
দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সন্ধানী স্কুল এন্ড কলেজসহ ২০ টি প্রতিষ্ঠান এর পক্ষ থেকে স্টল সজ্জিত করা হয়। দুপুরে কুইজ প্রতিযোগিতা শেষে স্টল পরিদর্শন শেষে বিচারক মন্ডলীদের বিচারে সেরা উদ্ভাবনী প্রদর্শনের স্¦ীকৃতিস্বরুপ পুরস্কৃত করা হয়।
আমিরুল ইসলাম অল্ডাম
Tags:
‘মেহেরপুর