আমিরুল ইসলাম অল্ডাম আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক শেখ আবু হেনা মিলন, জেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাঈদ প্রমুখ্।
এদিকে সংবিধান দিবস উপলক্ষে এর আগে সকালে একটি র্যালি বের করা হয়। অতির্ক্তি জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের নেতৃত্বে র্যালিটি জেলঅ শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড, ইয়ারুল ইসলাম, এনডিসি গোলাম রব্বানীসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Tags:
‘মেহেরপুর