ঁআমিরুল ইসলাম অল্ডাম ঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মেহেরপুরের ২জন নিহত হয়েছেন । এছাড়াও দুর্ঘটনা কবলিত ট্রাকে থাকা ৭টি গরু ঘটনাস্থলেই মারা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর প্রধান সড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলে পড়া গরু বোঝাই ট্রাকের রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-চ ২২-০০০৮।
দুর্ঘটনায় নিহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আশরাফুল হক (৫০) ও মেহেরপুর জেলা শহরের বাসস্ট্যান্ড পাড়ার হারুন-অর রশিদের ছেলে মনির হোসেন (৪৫)।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নিরব হোসেন বলেন,ট্রাকটি মেহেরপুর যাচ্ছিল। হেলপার ট্রাকটি চালাচ্ছিল বলে জেনেছি। বরিশাল থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি ট্রাক মেহেরপুর যাচ্ছিল। পথিমধ্যে চুয়াডাঙ্গার আলুকদিয়া তেল পাম্পের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাগে। ওই ধাক্কায় ট্রাকের উপরে থাকা গরু ব্যাপারী আশরাফুল ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ইঞ্জিনের আংশিক অংশ কেটে জীবিত অবস্থায় ৩ জন ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয় ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লিওন বলেন, হাসপাতালে আসার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। আহত ৩ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন মারা গেছে। বাকি দুজন শঙ্কামুক্ত। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আংশিক অংশ কেটে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকে রাখা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু ঘটনাস্থলেই মারা গেছে। পরে হাসপাতালে আরো একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।
।
Tags:
‘মেহেরপুর