মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল, ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’।
আজ বুধবার সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সরকারী কর্মকর্তা ও জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
একই ভাবে সকাল ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গাংনী অডিটোরিয়ামের পার্শ্বের মাঠে বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর উদ্যোগে অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি আব্দুল হালিম উপজেলা মৎস্য অফিসার খোন্দকার সহিদুর রহমান,বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ ইসাহাক আলী, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী আলিমুল রেজা, কার্য সহকারী শাহীন রেজা, অফিস সহকারী হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী।অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবর্গ, সাংবাদিক ও সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন।