ছবি ঃ আমিরুল ইসলাম অল্ডাম
Kbdnews ঃ মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। “সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার ”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ পালিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং পুরস্কার বিতরণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি ঃ আমিরুল ইসলাম অল্ডাম
অনুরুপ ভাবে গাংনীতেও জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সম্মানিত সাধারন সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর-২গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামানের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু , গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই দিবসের তাৎপর্য ও লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা রাখেন, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।
কন্যা দিবসের আলোচনা সভায় মহিলা বিষয়ক অফিসের ট্রেড প্রশিক্ষক নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জাতীয় পার্টি জেপি) এর সভাপতি আব্দুল হালিম, গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী অফিসার হাবিবুর রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্হেরাব আলম, গাংনী সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
এছাড়া র্যালি উত্তর আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মহিলা অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।