মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুর চুয়াডাঙ্গা প্রধান সড়কের আমঝুপি বালিকা বিদ্যালয়ের সামনে দ্রæতগামী মোটর সাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২ জনমোটরসাইকেল আরোহী গুরুতর জখম হয়।
দূর্ঘটনায় আহত রনি মিয়া ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। নিহত রনি সদর উপজেলার বসন্তপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে ও আমঝুপি আলিম মাদ্রাসার ১০ ম শ্রেনির ছাত্র্। বৃহস্পতিবার দুপুরের দিকে ্ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাপনী পরীক্ষা শেষে রনি তার বন্ধু খোকসা গ্রামের জাহিদের ছেলে তৌফিক এলাহীর (১৬) এর সাথে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা আমঝুপি বাজারের কাছাকাছি পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রনি মারাত্মক আহত হয়। তার বন্ধু সামান্য আঘাতপ্রাপ্ত হয়। এসময় প্রাইভেটকারের চালক পালিয়ে যায়।
রনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফ্ার্ড করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত মধ্যরাতে রনি মারা যায়। পারিবারিকসূত্রে জানা গেছে, আজ বাদ জুম্মা রনির নিজ গ্রাম বসন্তপুরে জানাযা শেষে দাফন করা হয়েছে।
এব্যাপারে মেহেরপুর সদর থানা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।