গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 


                                                  গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

মেহেরপুর জেলা প্রতিনিধি  ঃ  মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে পুকুরের পানিতে  ডুবে লাম ইয়া খাতুন  নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত লাম ইয়া  কসবা গ্রামের  লিখন হোসেনের মেয়ে।

 রবিবার দুপুরে ১২ টার দিকে বাড়ির পার্শ্বে  জনৈক শুকুর মীরের পুকুরে  লাম ইয়ার মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে । 

 স্থানীয়রা জানান, লাম ইয়া তার খেলার সঙ্গীদের সাথে কসবা গ্রামের শুকুর মীরের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় লাম ইয়া  পানিতে ডুবে যায়।  লাম ইয়ার ডুবে যাওয়ার বিষয়টি তার সঙ্গীরা দৌড়ে পরিবারকে জানায়। এ সময় পরিবারের লোকজন ও পপ্রতিবেশীরা এসে পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করে।   ততক্ষণে লাম ইয়া মারা গেছে। 

এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর  রাজ্জাক  মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 




Post a Comment

Previous Post Next Post