ছবিঃ আমিরুল ইসলাম অল্ডাম
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
KBDNEWS ঃ বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ , বাংলার খৃষ্ঠান, বাংলার মুসলমান , আমরা সবাই বাঙ্গালী, আমাদের পরিচয় বাংলাদেশী এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার বিকালে মেহেরপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্প্রিিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রদান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রাফিউল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবাইদুল্লাহ,গাংনী উপজেলা নির্বাহী মৌসুমী খানম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, এ্যাড. ইব্রাহীম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
আমিরুল ইসলাম অল্ডাম