(বাগেরহাট)
সংবাদদাতা
পর্যটক শূন্য সুন্দরবন।
খুলনা বিভাগে দুই দিনের পরিবহন ধর্মঘটে পর্যটক
শূন্য হয়ে পড়েছে সুন্দরবন। এমনিতেই ছুটির দিনে করমজলে পর্যটকের ভিড় অন্যান্য দিনের
তুলনায় বেশি হয়। কিন্তু শুক্রবার ও গতকাল শনিবার ছুটির দিন হলেও পরিবহন ধর্মঘটের
কারণে পুরো সুন্দরবন পর্যটক শূন্য ছিল। দর্শনার্থীদের আগমন না ঘটায় বন
বিভাগের রাজস্বও কমেছে।
এর আগে মাছের প্রজনন মৌসুমসহ করোনায় দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সুন্দরবনে পর্যটকদের প্রবেশাধিকার। এ বছর তিন মাস মাছের প্রজনন মৌসুম শেষে সেপ্টেম্বরে সুন্দরবন উন্মুক্ত হলেও কয়েক দফা লঘু ও নিম্নচাপে কমে যায় পর্যটকের আগমন। তারপর আবারও দর্শনার্থীদের আগমন বাড়তে থাকলেও হঠাৎ করে দুই দিনের
পরিবহন ধর্মঘটে পর্যটকের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। সুন্দরবন পূর্ব
বনবিভাগের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, দুই দিনের
ছুটি থাকলেও বাস চলাচল বন্ধ থাকায় কোনো পর্যটক নেই সুন্দরবনে। তাই আমাদের অনেকটা অলস
সময় পার করতে হচ্ছে। বিভিন্ন সময়ে নানা কারণে বনে পর্যটকের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায়
এ বছর এমনিতেই পর্যটক কম এসেছে। সামনের শীতকালে ভরা মৌসুমে পর্যটকদের ভিড় বাড়বে। আর
চলতি সময়টায় ঝড়-জলোচ্ছ্বাসের মৌসুম হওয়ায় এ সময়ে পর্যটক তুলনামূলকভাবে কম থাকে। তারমধ্যে
আবার ধর্মঘটসহ নানা প্রতিবন্ধকতায় পর্যটকের সংখ্যা কম ছিল। এতে রাজস্ব আদায়ও কম হচ্ছে।