মুজিবনগরে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত




মুজিবনগর থেকে  মোঃ জাহিদ হাসান :

 নানা আয়াজনে মুজিবনগর পালিত হলো শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন। মঙ্গলবার ১০টায় দিবস টি উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে  তথ্য যোগাযোগ বিভাগের সহযোগিতায় শুরুতেই শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ দোয়া অনুষ্ঠিত হয় দোয়া শেষে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার মাহাফুজুর রহমান, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধাগন সহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন

 

 

 



Post a Comment

Previous Post Next Post