মুজিবনগরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 



মুজিবনগরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক



মুজিবনগর থেকে  মোঃ জাহিদ হাসান  : মেহেরপুরের মুজিবনগরে মাদক বিরোধী অভিযানে পাঁচ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

মুজিবনগর উপজেলাধীন মোনাখালী দক্ষিণ পাড়ার খেলার মাঠে মাদক বিক্রির উদ্দেশ্যে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের নির্দেশে, শনিবার রাত সাড়ে দশটার দিকে মুজিবনগর থানার এস আই সুভাস কুমার রায়, এস আই বিপ্লব কুমার হালদার, এ এস আই আব্দুল আলিম এবং এ এস আই শিহাব উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স মোনাখালী গ্রামের উত্তর পাড়া খেলার মাঠে অভিযান চালিয়ে একই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত মোনাজাত আলীর ছেলে বুলবুল(৩৫) এবং দারিয়াপুর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের কুঠিপাড়ার শুকুর আলীর ছেলে সাইফুল ইসলামকে(২৩) পাঁচ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক করে। 

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান মুজিবনগর উপজেলা কে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে রবিবার তাদের নামে ৫/১১০ তাং১৬/১০/২২ ধারা এবং ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(ক) মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


Post a Comment

Previous Post Next Post