মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত নিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রসুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাজমুল হুদা, জেলঅ নির্বাচন কর্মকর্তা মো. আবু আনসার। মতবিনিময় সভায় জেলঅ পরিষদ নির্বাচনের চেয়ারম্যান , সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।