জনপ্রিয়তার শীর্ষে জেলা পরিষদ নির্বাচনের ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মজিরুল ইসলাম

 


জনপ্রিয়তার শীর্ষে জেলা পরিষদ নির্বাচনের ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মজিরুল ইসলাম 

 

 আমিরুল ইসলাম অল্ডাম  : মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনের আর মাত্র ২ দিন বাকী। আগামী ১৭ অক্টোবর রোজ সোমবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে  নির্বাচনী এলাকার ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসাবে গাংনীর কৃতি সন্তান, একাধিকবারের জেলা পরিষদ সদস্য , গণমানুষের আস্থার প্রতীক, বিশিষ্ট সমাজ সেবক, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক  মজিরুল ইসলাম প্রতিদ্ব›দ্বীতা করছেন। ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে হলে মজিরুল ইসলাম ব্যাপক ভোটের ব্যবধানে জয়যুক্ত হবেন বলে তিনি আশাবাদী । ইতোমধ্যেই তিনি ভোটারদের  বাড়ি বাড়ি প্রচার প্রচারণা চালিয়েছেন। 

নির্বাচনে সদস্য প্রার্থী মজিরুল ইসলাম  জানান,  জেলা পরিষদ নির্বাচনে গাংনী অর্থ্যাৎ ৩ নং ওয়ার্ডে সদস্য পদে বেশ কয়েকজন প্রার্থী অংশগ্রহন করেছেন। আমিও ৩য় বারের মত নির্বাচনে অংশ নিয়েছি। এর আগেও আমি সদস্য  নির্বাচিত হয়েছি।  এলাকার  মানুষ তথা জন প্রতিনিধিদের সাথে আমার সখ্যতা রয়েছ্।েআমি সব সময় জনপ্রতিনিধিদের আপদে বিপদে পাশে থেকেছি। আমি কখনও কারও সাথে খারাপ আচরণ করিনি।  আমি সদস্য থাকাকালীন সময়ে জনপ্রতিনিধিদের সাথে  সামাজিক উন্নয়নে কাজ করেছি। এলাকার উন্নয়নে  সব সময় তাদের পার্শ্বে থেকেছ্।ি যে কারনে আমি বিশ্বাস করি , আমার প্রতি ভোটারদের আস্থা রয়েছে। আমি রাজনীতি করি জনগণের পার্শ্বে দাড়িয়ে সেবার দেয়ার  জন্য।  আমাকে সকলেই ভালবাসে। আমি সবার ভালবাসা নিয়ে  আবারও  জয়যুক্ত হবো ইনশাল্লাহ। তিনি নির্বাচনে ক্ষমতাসীন একটি প্রভাবশালী মহলের ইন্ধনে কোটি কোটি কালো টাকা ছড়ানো হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করে বলেন, এরকম অনিয়ম বা নির্বাচনী আচরণ বিধি ল্ঘংন হলে সুষ্ঠু নির্বাচন হবে না। তিনি সচেতন  জনপ্রতিনিধিদের সকলের কাছে দোয়া ও  সমর্থন কামনা করেছেন।  তিনি প্রত্যাশা করেন ,অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে আমাকে অটোরিকসা  মার্কায় ভোট দিয়ে  নির্বাচিত করবেন।   

 


আমিরুল ইসলাম অল্ডাম 


Post a Comment

Previous Post Next Post