ছবিঃ আমিরুল ইসলাম অল্ডাম
মেহেরপুরে সামাজিক সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে ঈমাম ও উলামা পরিষদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
Kbdnews ঃ মেহেরপুর জেলা ওলামা ও ঈমাম পরিষদের উদ্যোগে সামাজিক সম্প্রীতি আদর্শ সমাজ গঠনে ঈমাম ও উলামা পরিষদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ , বাংলার খৃষ্ঠান, বাংলার মুসলমান ,আমরা সবাই বাঙ্গালী, আমাদের পরিচয় বাংলাদেশী এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সামাজিক সম্প্রীতি র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রাফিউল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মুফতি হাফিজুর রহমান, সাদেকুল ইসলাম হাসানুজ্জামান প্রমুখ ।
আমিরুল ইসলাম অল্ডাম