গাংনীতে পাখী ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে নারী শ্রমিকের মৃত্যু

 


গাংনীতে পাখী ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে নারী শ্রমিকের মৃত্যু 

 

 মেহেরপুর জেলা প্রতিনিধি। মেহেরপুরের গাংনীতে পাখী ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলার সাহেবনগর গ্রাম এলাকায় এ দুঘর্টনা ঘটে। এক সন্তানের জননী নিহত নাজমা খাতুন উপজেলার   র্তেতুলবাড়ীয়া গ্রামের দয়ের পাড়ার আসমত আলীর মেয়ে। 

 স্থানীয়  গ্রাম পুলিশ আন্টু জানান, নাজমা খাতুন প্রতিদিনের ন্যায় সকালে তার নিজ বাড়ী থেকে পাখি ভ্যান যোগে কাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাহেবনগর এলাকায় পৌছালে অসাবধানতাবশতঃ তার শশরীরে ব্যবহৃত ওড়নাটি ভ্যানের চাকায় জড়িয়ে যায়। এসময় ওড়নাতে গলায় ফাঁস লেগে নাজমা ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে।  তাড়াতাড়ি স্থাণীয়রা হৈচৈ করলে ভ্যান থামানোর  চেষ্টা করে। ততক্ষণে তার গলায় ফাঁস লেগে যায়। তড়িঘদি করে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষন্া করেন।  







Post a Comment

Previous Post Next Post