মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 





মেহেরপুরে  বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 KBDNEWS  ঃ মেহেরপুরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

একইভাবে জেলার গাংনীতে  নানা প্রতিকুলতা মোকাবেলা করে  বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলা শহরে একটি  বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা শহিদুল ইসলাম নাসির,বিএনপি নেতা আব্দাল হক,মকবুল হোসেন মেঘলা,ছাত্রনেতা গোলাম কাওছার,নাজমুল ইসলাম প্রমুখ।




Post a Comment

Previous Post Next Post