সীমান্তে স্বর্ণের বারসহ গ্রেফতার ২

 



সীমান্তে স্বর্ণের বারসহ গ্রেফতার

 

বেনাপোল প্রতিনিধি ঃ ভারতে পাচারের সময় যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)বুধবার দুপুরে গ্রেফতার হওয়া ওই দুজনের নাম হাবিবুর রহমান (৩০) আক্তারুল ইসলাম (২৫)

বিজিবি জানায়, অভিযান চালিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত হাবিবুর রহমান বেনাপোল পোর্ট থানার পুটখালির বালুন্ডা গ্রামের রমজান আলীর ছেলে আর আক্তারুল ইসলাম একই গ্রামের মো. আবু বক্করের ছেলে। 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা ১০টি স্বর্ণের বার একটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেফতার করে। মামলার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে 

 


Post a Comment

Previous Post Next Post