মেহেরপুরের গাংনীতে ‘মীনা দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে মীনা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘নিরাপদ ও আনন্দঘন পরিবেশে মানসম্মত শিক্ষা’।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার সময় গাংনী উপজেলা শ্ক্ষিা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
মীনা দিবস উপলক্ষে আনন্দ র্যালি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সামসুজ্জোহার নেতৃত্বে উপজেলা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি উত্তর পরিষদ সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সামসুজ্জোহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।
এসময় গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ওবাইদুল্লাহ, প্রধান শিক্ষিকা মাছুরা খাতুন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসান, প্রধান শিক্ষক খোরশেদ আলম, আব্দুল মান্নান. সহকারী শিক্ষক রকিবুল ইসলাম প্রমুখ । মিনা দিবসের আয়োজনে গাংনী পৌর এলাকার ১২ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন করে শিক্ষার্থী ও ১ জন করে শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে ১ টি টিফিনবক্স উপহার দেয়া হয়।