আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুরে মোটরসাইকেলের চাপায় মহিলা নিহত

 

‡g‡nicy‡i ‡gvUimvB‡K‡ji Pvcvq gwnjv wbnZ

‡g‡nicyi ‡Rjv cÖwZwbwa t ‡g‡nicy‡ii Mvsbx Dc‡Rjvi mvnvievUx BDwbq‡bi KywVfvUcvov MÖv‡g ‡gvUimvB‡K‡ji Pvcvq LvBiæb ‡bQv (48) bv‡gi GK ga¨eqmx gwnjv wbnZ n‡q‡Qb| 3 Kb¨v mšÍv‡bi Rbbx LvBiæb ‡bQv fvUcvov MÖv‡gi Avãyi iv¾v‡Ki ¯¿x|

AvR e„n¯úwZevi mKvj mv‡o 10Uvi w`‡K Kyjevoxqv-fvUcvov mo‡K G `yN©Ubv N‡U| 

¯’vbxqiv Rvbvb,LvBiæb ‡bQv evwoi cv‡ki moK w`‡q nvuUwQ‡jb| Kyjevoxqv MÖv‡gi w`K ‡_‡K `ªæZMvwg GKwU ‡gvUimvB‡Kj wbqš¿Y nvwi‡q Zv‡K Pvcv ‡`q| Gmgq ‡m ¸iæZi fv‡e AvnZ nq| c_Pvixiv Zv‡K D×vi K‡i Mvsbx Dc‡Rjv ¯^v¯’¨ Kg‡cø‡• ‡bqvi mgq cw_g‡a¨ gviv hvb| G `yN©Ubvq ‡gvUimvB‡Kj Av‡ivnxI AvnZ n‡q‡Qb| Z‡e Zvr¶wbK fv‡e Zvi cwiPq cvIqv hvqwb| AvnZ ‡gvUimvB‡Kj Av‡ivnx‡K Mvsbx Dc‡Rjv ¯^v¯’¨ Kg‡cø‡• ‡bqv n‡q‡Q| 

Mvsbx _vbvi Iwm Avãyi iv¾vK wbn‡Zi welqwU wbwðZ K‡i‡Qb|



মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রামে মোটরসাইকেলের চাপায় খাইরুন নেছা (৪৮) নামের এক মধ্যবয়সী মহিলা নিহত হয়েছেন। ৩ কন্যা সন্তানের জননী খাইরুন নেছা ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুলবাড়ীয়া-ভাটপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান,খাইরুন নেছা বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটছিলেন। কুলবাড়ীয়া গ্রামের দিক থেকে দ্রæতগামি একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এসময় সে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তবে তাৎক্ষনিক ভাবে তার পরিচয় পাওয়া যায়নি। আহত মোটরসাইকেল আরোহীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



আমিরুল ইসলাম অল্ডাম

মেহেরপুরে মোটরসাইকেলের চাপায় মহিলা নিহত

মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রামে মোটরসাইকেলের চাপায় খাইরুন নেছা (৪৮) নামের এক মধ্যবয়সী মহিলা নিহত হয়েছেন। ৩ কন্যা সন্তানের জননী খাইরুন নেছা ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুলবাড়ীয়া-ভাটপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান,খাইরুন নেছা বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটছিলেন। কুলবাড়ীয়া গ্রামের দিক থেকে দ্রæতগামি একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এসময় সে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তবে তাৎক্ষনিক ভাবে তার পরিচয় পাওয়া যায়নি। আহত মোটরসাইকেল আরোহীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রামে মোটরসাইকেলের চাপায় খাইরুন নেছা (৪৮) নামের এক মধ্যবয়সী মহিলা নিহত হয়েছেন। ৩ কন্যা সন্তানের জননী খাইরুন নেছা ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুলবাড়ীয়া-ভাটপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান,খাইরুন নেছা বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটছিলেন। কুলবাড়ীয়া গ্রামের দিক থেকে দ্রæতগামি একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এসময় সে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তবে তাৎক্ষনিক ভাবে তার পরিচয় পাওয়া যায়নি। আহত মোটরসাইকেল আরোহীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।





Post a Comment

Previous Post Next Post