মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে কৃষক মারা গেছে। উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামে সাপের কামড়ে জয়নাল আবেদীন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ৩ সন্তানের জনক জয়নাল আবেদীন গ্রামের মৃত আব্দুল কাদের মুন্সীর ছেলে। সোমবার ভোর ৫ টার সময় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন প্রতিরাতের ন্যায় রবিবার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১০ টার দিকে ঘুমন্ত অবস্থায় শরীরে কামড় দেয়।শরীরে বিষের যন্ত্রনা শুরু হলে সে চিৎকার দিতে থাকে। এসময় পরিবারের সদস্যরা জয়নাল আবেদীনকে নিয়ে তাড়াতাড়ি মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে আজ সোমবার ভোরে সে মারা যায়।
Tags:
‘মেহেরপুর