Kbdnews ডেস্ক :
ভারতের রাজধানী দিল্লির ওখলায় একটি হাসপাতালে বৃহস্পতিবার গভীর রাতে গোলাগুলির শব্দ পাওয়া গেছে।পুলিশ জানিয়েছে, ওই মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে ওই গোলাগুলির ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।দক্ষিণ দিল্লির ওখলায় অবস্থিত ওই হাসপাতালে গভীর রাতে গোলাগুলিতে একজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, সংঘর্ষের সময় গোটা হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে তিনি জানিয়েছেন।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত ছাত্রকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়েন্ত্রণে রাখতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Tags:
ভারত