মেহেরপুরে ১৫ কেজি ধাতব রৌপ্যসহ ২ জন আটক

 

Kbdnews  ঃমেহেরপুরের গাংনীতে ১৫ কেজি ধাতব রৌপ্যসহ ২ জনকে আটক করেছে  পুলিশ সদস্যরা। এসময় রুপা বহনকারী ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।আটককৃতরা হলেন, গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ মিয়া (২৫) ও একই গ্রামের শওকত আলীর ছেলে ধনিয়ার রহমান রানা (২৮)।

আজ বৃহস্পতিবার সকাল ৮ টার সময় উপজেলার করমদি মাঠপাড়া ও দেবীপুর গ্রামের সংযোগ সড়কের মাঠ থেকে তাদেরকে আটক করে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পে ও পরে গাংনী থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। 

এব্যাপারে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান দুজন মোটরসাইকেল যোগে তেঁতুলবাড়ীয়া বাজারের দিক থেকে বামন্দী শহরের দিকে যাচ্ছিল। এসময় করমদি গ্রামের কাছে পৌছালে স্থানীয় পুলিশ ক্যাম্পের একটি দল সন্দেহভাজন ভাবে দুজনে তাদের গতিরোধ করে। এসময় তাদের মোটর সাইকেলের সিট কভারের  নিচে তল্লাশী চালিয়ে ১৫ কেজি রুপার বার উদ্ধার করা  হয়। যার আনুমনিক মূল্য ১২ লাখ টাকা। 

উল্লেখ্য, গত বুধবার ভোরে মেহেরপুর জেলা শহর থেকে ৬ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছিল পুলিশ।  এর একদিন পর জেলার গাংনী  থেকে আবারও ১৫ কেজি রুপার বার উদ্ধার করে পুলিশ। 


 



। 

আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post