মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় শান্তনা নির্বাচিত

 


                                                      ছবি: আমিরুল ইসলাম অল্ডাম 

স্টাফরিপোটার  মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত -২ গাংনী মহিলা সদস্য পদে শাহানা উসলাম শান্তনা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হতে চলেছেন।

আজ ২৫ সেপ্টেম্বর ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।  প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র জমাদানারী  সেলিনা মমতাজ  কাকলী, শিরিন আক্তার শিলা এবং মাকসুদা  ইয়াছমিন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় সংরক্ষিত সদস্য -২ নম্বর ওয়ার্ডে শান্তনা একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হতে চলেছেন।

  উল্লেখ্য, শাহানা ইসলাম শান্তনা ইতোপূর্বে মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি  গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম  ভেন্ডারের স্ত্রী।  আগামী ১৭ অ্েক্টাবর   জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।   বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায় মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও  মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শান্তনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। 



Post a Comment

Previous Post Next Post