ছবি: আমিরুল ইসলাম অল্ডাম
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পোড়াপাড়া জুগিন্দা গ্রামের মাঠে হাফিজুর রহমান নামের এক কৃষকের ২ বিঘা জমির বাঁধা কপি বিষ প্রয়োগে বিন্ষ্ট করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত হাফিজুর রহমান গাড়াডোব গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দিবাগত রাতে আগাছানাশক বিষ প্রয়োগ করে ক্ষেত বিনষ্ট করে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজুর রহমান জানান, এনজিও থেকে ঋণ নিয়ে ২ বিঘা জমিতে কপি চাষ করেছিলাম।বর্তমানে কপির পাতা বাঁধা শুরু হয়েছিল। এবং বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। শুক্রবার সকালে মাঠে গিয়ে দেখতে পাই আমার ২ বিঘা জমির কপি ক্ষেতের ৮০ ভাড় পুড়ে ঝলসিয়ে গেছ্ ে। দৃর্বৃত্তরা বিষ প্রয়োগ করে কপির ক্ষতি করেছে বলে মনে হচ্ছে। আমার সাথে কারও কোন বিরোধ নেই। আমার কেউ ক্ষতি করতে পারে এমন কোন সন্দেহ আমি করতে পারিনি। ৬ মাস আগে এই জমিতে কলা চাষ করেছিলাম । সেসময়ও দৃবর্ৃৃত্তরা কলা ক্ষেত কেটে বিন্ষ্ট করেছিল। আমি তখন কাউকে দোষারোপ করি নাই বা কারও বিরুদ্ধে কোন অভিযোগ করি নাই।
আমিরুল ইসলাম অল্ডাম