কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজারের
টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্ত হামলায় মো. ইলিয়াস
(৩৫) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার (১৮ সেপ্টেম্বর)
সকালে রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপ এ হামলা করে বলে নিশ্চিত করেন টেকনাফ
মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান। নিহত মো.
ইলিয়াস নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্প বি-ব্লকের নাজির আহমদের ছেলে। টেকনাফ
মডেল থানার ওসি বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকার সন্ত্রাসী সালমান গ্রুপের সদস্যরা
নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা ইলিয়াসকে বাড়ি থেকে বের করে
পিটিয়ে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রোহিঙ্গা ক্যাম্প এলাকায়
পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও ওসি জানান।