মেহেরপুর সীমান্ত এলাকা থেকে ৪০ লাখ টাকার পরিত্যক্ত ভারতীয় আতশবাজি উদ্ধার

 


                                                           ছবি:  আমিরুল ইসলাম অল্ডাম

মেহেরপুর সীমান্ত এলাকা থেকে ৪০ লাখ টাকার পরিত্যক্ত ভারতীয় আতশবাজি উদ্ধার   

স্টাফরিপোটার  ঃ মেহেরপুরের গাংনী উপজেলারকাজীপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ হাজার ৯৬০ পিচ আতশবাজি (যার মূল্য ৪০ লাখ টাকা ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শুক্রবার দুপুরে কাজীপুর সীমান্ত  এলাকা থেকে আতশবাজি গুলো উদ্ধার করা হয়।  বিজিবি  ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে আতশ বাজি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।   

অধিনায়ক আরিফুল ইসলাম আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে  কাজীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মজিবুল হক সহ বিজিবি জোয়ানরা কাজীপুর সীমান্ত এলাকায়  মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে আসা ১৫ হাজার ৯৬০ পিচ আতশবাজি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আতশ বাজি গুলোর আনমানিক মূল্য ৩৯ লাখ ৯০  হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। 


 



Post a Comment

Previous Post Next Post