মেহেরপুর শহরের আপন জুয়েলার্সে সিধেঁল চুরি

 


 মেহেরপুর শহরের আপন জুয়েলার্সে সিধেঁল চুরি 

মেহেরপুর  জেলা প্রতিনিধিঃ মেহেরপুর শহরের প্রধান সড়কের কাঁসারী বাজারের আপন জুয়েলার্সের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছ্ েশুক্রবার দিবাগত রাতের যে কোন সময় সংঘবদ্ধ চোরের দল আপন জুয়েলার্সের দেওয়াল কেটে ভিতরে প্রবেশ করে ২৫-৩০ ভরি স্বর্ণ, রৌপ্যসহ নগদ প্রায ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।   

আপন জুয়েলার্সের মালিক শংকর কুমার পাত্র জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় বাসায় যায়। শনিবার সকালে এসে দোকান খুলে দেখতে পায় দোকোনের ভিতরে সবকিছু এলোমেলো, তছনছ কর্।া সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে বিষয়টি চোখে পড়লো। পার্র্শ্বেই দেখতে পেলাম দোকানের এক জায়গায় দেওয়াল ভাঙ্গা।

তিনি আরও জানান, দোকানে নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় ২৫-৩০ ভরি স্বর্ণালংকার চোরের দল নিয়ে গেছে।

 খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছায়।  পরে পুলিশ সুপার রাফিউর আলম , অতিরিক্ত পুলিশ সুপার  জামিরুল ইসলামসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শহরের প্রান কেন্দ্রে অবস্থিত আপন জুয়েলার্সে দুঃসাহসিক চু রর ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।       



আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post