গাংনীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান

 



মেহেরপুর জেলা প্রতিনিধি  ঃ মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ করা  হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন , মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী পৌর সভার মেয়র  আহমেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার,  উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  মনিরুজ্জামান মাষ্ঠার, আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু,  উপজেলা  সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম প্রমুখ। 

গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,গাংনী পাইলট সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হক। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ যথাক্রমে হাসান আল নুরানী ,হাবিবুর রহমান (অধ্যক্ষ, সন্ধানী স্কুল এন্ড কলেজ) (জোড়পুকুরিয়া), মোমিনুজ্জামান, সোহরাব হোসেন, সৈয়দ জাকির হোসেন, খায়রুল ইসলাম, আব্দুল করিম, রফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আব্দুর রাজ্জাক (হাড়াভাঙ্গা মাদ্রাসা প্রমুখ। 

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন ক্যাটাগরীতে যেমন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ ক্যাডেট, শ্রেষ্ঠ রোভার স্কাউট,  শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষার্থী, এছাড়াও ফুটবল, ভলিবল, দৌড়, সাতার, কাবাডি, হ্যান্ডবলসহ নাচ,গান, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা, আবৃতি, বক্তৃতা , অভিনয় ইত্যাদি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরন করা হয়।    





Post a Comment

Previous Post Next Post