মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতে বেকারী ও ফার্মেসী ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা , উৎপাদন সময় উল্লেখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় গাংনী উপজেলার বামন্দী বাজারের মেসার্স এফ রহমান নামের একটি বেকারী কারখানায় ও মেসার্স ফাইভ স্টার ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছ্ ে। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিনষ্ট করা হয়।
আজ মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ পরিচালক সজল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের ভোক্তা অধিকার দপ্তরের উপ পরিচালক সজল আহমেদ, জেলা তথ্য অফিসার ,জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, স্যানিটারী ইন্সপেকটর তাজিমুল হকসহ পুলিশ সদস্যবৃন্দ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনের আওতায় তাদের জরিমানা করা হয়।