স্টাফরিপোটার ঃ মেহেরপুরে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে তথা গণমাধ্যম কর্মীদের নিয়ে ‘প্রতিবন্ধিতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইম্প্যাক্ট ফাউন্ডেশন মেহেরপুর প্রোগ্রামের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় ১ দিনব্যাপী আমঝুপির চাঁদবিল গ্রামে অবস্থিত ইম্প্যাক্ট জীবনমেলা হেলথ সেন্টারের প্রশিক্ষণ কক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে ‘প্রতিবন্ধিতা প্রতিরোধ’ এর উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মেহেরপুর প্রোগ্রামের প্রশাসক শফিকুল ইসলাম, প্রশিক্ষক টিপু সুলতান ও সোনিয়া সুলতানা ও গাংনী ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ম্যানেজার শামীম আহমেদ প্রমুখ।
প্রশিক্ষণের শুরুতেই কুশল বিনিময় ও পরিচিতি সভার আয়োজন করা হয়। কর্মশালায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ইম্প্যাক্ট জীবন মেলা হেলথ সেন্টারের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারনা উপস্থাপন করা হয়। সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে পরিহারযোগ্য প্রতিবন্ধিতা প্রতিরোধ ও প্রতিকারে উল্লেখযোগ্য ভুমিকা রাখছে বলে জানানো হয়।