মেহেরপুর কারাগারে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তোফায়েলের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তোফায়েল হোসেন (৫০)এর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে কারাগারের নিজস্ব গাড়ীতে করে তাকে নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাত ৮ টা ২৫ মিনিটের সময় তিনি মারা যান।
মেহেরপুর জেলা কারাগারের সুপার মখলেছুর রহমান জানান, তিনি এন আই মামলার ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। এ বছরের ৩০ মে তাকে আদালত কারাগারে পাঠায়। তিনি অসুস্থ ছিলেন।তিনি শারীরিকভাাবে অসুস্থ থাকায় নিয়মিত ওষুধ সেবন করতেন।
হাসপাতালের ডাক্তারের বরাত দিয়ে জেল সুপার মখলেছুর রহমান জানান, তিনি মাইক্রো কার্ডিয়ালে আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে তোফায়েলের মুত্যু রহস্যজনক বলে জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। তিনি বলেন, এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। এই মৃত্যু রহস্য খতিয়ে দেখে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।