মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের স্বপ্নদ্রষ্টা ,প্রতিষ্ঠাতা সদস্য,ভাইস প্রিন্সিপাল, অত্যন্ত সদালাপী সর্বস্তরের মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব মরহুম এডভোকেট রমজান আলীর পারোলৌকিক শান্তি কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৩ টার সময় গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল কর্তৃক আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের অধ্যক্ষ জালাল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট রাজনীতিবিদ মনিরুজ্জামান মাষ্টার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আফম ইদ্রিস আলী (হেলু) মাষ্টারের সহধর্মিনী আনজুমানারা বেগম, মরহুম এডভোকেট রমজান আলীর সহধর্মিনী রুনা আক্তার প্রমুখ ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এডভোকেট শফিউল আলম, কমিটির সদস্য যথাক্রমে আসাদুল ইসলাম লিটন, দিলরুবা সুলতানা, আমজাদ হোসেন প্রমুখ্।
অনুষ্ঠানের শুরুতেই মরহুম রমজান আলীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এডভোকেট শফিকুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুম রমজান আলীর বর্ণাঢ্য জীবনী তুলে ধরে স্মৃতি চারণ করেন, গাংনী প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রাক্তণ শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম,বন্ধুবর আব্দুস সামাদ মন্টু, রুনা লাইলা, ... শুভাকাঙ্খী সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আব্দুল ওয়াদুদ, প্রভাষক ফজলুল হক সেন্টু, গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ইয়াছিন রেজা, প্রভাষক মহিবুর রহমান মিন্টু,প্রভাষক রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওবাইদুর রহমানসহ শুভানুধ্যায়ীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই গাংনী প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্যবৃন্দ সর্বজনাব মরহুম জালালউদ্দীন বিশ্বাস, মরহুম গোলাম রসুল, আফম ইদ্রিস আলী হেলু, প্রয়াত ফজলুল হক মঙ্গলসহ সকল ব্যক্তির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয় । শেষে মরহুমের জন্য বিশেষ দোয়া মাহফিল করা হয়।
উল্লেখ্য, সবার প্রিয় এডভোকেট রমজান আলী গত পহেলা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।