মেহেরপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

 


মেহেরপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু 


মেহেরপুর প্রতিনিধি (০১/০৯/২২): 

মেহেরপুরে হত দরিদ্র মানুষের জন্য ৩০ টাকা দরে  চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। জেলার ১২ টি ওএমএস ডিলারের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চাল বিক্রি শুরু হয়। 

খাদ্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, শুক্র ও শনিবার ব্যতিত সপ্তাহের ৫ দিন এ চাউল বিক্রি করা হবে। প্রতিটি ডিলার পয়েন্টে প্রতিদিনি ২ মেট্রিক টন করে চাউল বিক্রি করা হবে। 

জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করেন। এছাড়াও গাংনী উপজেলা খাদ্য গুদামের সামনে এবং মুজিবনগর উপজেলায় পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। 

এদিকে ৩০ টাকা কেজি দরে চাউল কিনতে ভোর থেকে ডিলার পয়েন্টগুলোতে দরিদ্র মানুষের উপচেপড়া ভিড় ছিল। প্রতিদিন ৫ কেজি চালের পরিবর্তে ১০ কেজি করে দেওয়ার অনুরোধ করেছেন উপকারভোগীরা। 


মোঃআবু লায়েছ লাবলু


Post a Comment

Previous Post Next Post