মেহেরপুরের সিনিয়র সাংবাদিক কামারুজ্জামান খান বোধ চিন্তা থেকেই সামাজিক উন্নয়নে সম্পৃক্ত রয়েছেন

 


                      ছবিঃ মুহম্মদ মহসীন 

মেহেরপুরের সিনিয়র সাংবাদিক কামারুজ্জামান খান বোধ চিন্তা থেকেই সামাজিক উন্নয়নে সম্পৃক্ত রয়েছেন♦ """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" --------- মুহম্মদ মহসীন 

স্বপ্নের ছোঁয়াতে ইচ্ছার শাখাতে কেউ আলোকময়তা ছড়িয়ে প্রতিষ্ঠিত হয় সমাজ জীবনে, ভাবনার ভালোতে সভ্যতার আদিত্য সুন্দর মানসিকতার মূলমন্ত্রে সম্মান বাড়ে কালের সাক্ষীতে যুগ যুগে মেহেরপুরের সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান খান জীবনের তিন যুগ ছাড়িয়েছে সাংবাদিকতায় যৌবনের প্রথম বসন্ত উৎসবেই তিনি বগুড়ার করতোয়া পত্রিকাটিতে লেখার যোগ্যতা অর্জন করেন যে কাগজটি আজ জাতীয় সংবাদপত্রের সারিতে যোগ্যতাই ঠাই করে নিয়েছে এরপর ন্যাশনাল দৈনিক জনতা তার বিশেষ প্রতিনিধি ডেইলি ইভিনিং নিউজ এর মোবাইল রিপোর্টার নিয়ে তিনি কাজ করে চলেছেন বিনয় সাংবাদিক কামরুজ্জামান খান মেহেরপুর প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত হন ১৯৮৫ সালে এরপর প্রায় ১০ বছর সাধারণ যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন বর্তমানে মেহেরপুর প্রেসক্লাব এর উপদেষ্টা পদে দায়িত্বরত রয়েছেন অন্যদিকে তিনি নিজেও একটি অনলাইন পোর্টাল kbd news এর সম্পাদক প্রকাশক, সাংবাদিক কামারুজ্জামান খান শুধু সংবাদপত্রের মধ্যেই নিজেকে ধরে রাখেননি তিনি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ, দায়িত্ব নেতৃত্ব দিয়ে থাকেন মেহেরপুর ২৫০ শয্যা সরকারি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাহী সদস্য   অন্যদিকে রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, বালিকা বিদ্যালয় বি এম কলেজে একাধিকবার ম্যানেজিং কমিটির নির্বাহী সদস্য সেইসাথে সহ-সভাপতি ছিলেন তিনি আরো মেহেরপুর বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ১০ বছর সহ সভাপতি দায়িত্ব পালন করেনএবং সমাজসেবা অধিদপ্তরের পৈার সমাজসেবা অধিঃ এর সমন্নয় পরিষদের সাংগঠনিক সম্পাদক। কামারুজ্জামান খান এক প্রশ্নের উত্তরে বলেন শিক্ষা প্রতিষ্ঠান " আর বি" কলেজে জমি দান করে আজীবন সদস্য হয়ে রয়েছেন তিনি এই প্রিয় স্বপ্নজয়ী মানুষটি আন্তর্জাতিক মানব অধিকার আইন সহায়তা কেন্দ্র (আশক ) UN তালিকাভুক্ত ২০০৫ সাল থেকে মেহেরপুর জেলা প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করে চলেছেন এছাড়াও সেভ দি চিলড্রেন এর মেহেরপুর জেলা "এডস" কর্মসূচিতে সহসভাপতি ছিলেন ,দায়িত্ব পালন করে কাজের মূল্যায়ন স্বরূপ ক্রিস্ট পুরস্কার পেয়েছিলেন, এছাড়াও সাংবাদিকও সম্পাদক পরিষদ বাপসার আজীবন সদস্য,এবং বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষন ফাউন্ডেশন এর অহবায়ক মেহেরপুর জেলা শাখা। আরো একাধিক সামাজিক সংগঠন এর সাথে সম্পৃক্ত রয়েছেন সিনিয়র , সাংবাদিক কামারুজ্জামান খান কামারুজ্জামান এর মুঠোফোন নাম্বার ০১৭১৮-৩৭৪৪১৭

Post a Comment

Previous Post Next Post